প্রতিপক্ষ আমাদের খেলা দেখে হাসবে: ক্লপ

অনলাইন ডেস্ক :

শক্তি-সামর্থ্যে নাপোলির চেয়ে লিভারপুল অনেক এগিয়ে থাকলেও দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেসবের কোনো প্রভাব পড়েনি। রীতিমত বিধ্বস্ত হয়েছে ইংলিশ দলটি। বিশেষ করে দৃষ্টিকটু লেগেছে, তাদের খেলায় লড়াইয়ের তীব্রতা চোখে না পড়া। তাইতো লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেদের সমালোচনা করতে গিয়ে বললেন, তাদের খেলা দেখে প্রতিপক্ষ দলগুলো নিশ্চয় এখন হাসছে। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে শুরুতে দলের এমন বাজে পারফরম্যান্সের পর ক্লপের মনে হচ্ছে, আগামীর চ্যালেঞ্জ নিতে পুরনো সব ভুল-ভ্রান্তি শুধরে যেন আবার নতুন করে নিজেদের গড়তে হবে। চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপে বুধবার রাতের ম্যাচটিতে প্রায় কখনোই মাঠে আধিপত্য করতে পারেনি লিভারপুল। পুরোটা সময় তাদের ওপর ছড়ি ঘুরিয়ে ৪-১ গোলে জয় পায় নাপোলি। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে লিভারপুলকে কোণঠাসা করে ৪৭ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় নাপোলি। প্রথমার্ধে আলিসন একটি পেনাল্টি ঠেকানোয় ব্যবধান আরও বড় হয়নি। সেরি আয় পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা নাপোলির হয়ে জোড়া গোল করেন পিওতর জিলিনস্কি, একটি করে জিওভানি সিমেওনে ও আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসা। ৪৯তম মিনিটে লিভারপুলের একমাত্র গোলটি করেন লুইস দিয়াস। এই হারে লিভারপুলের ২০২২-২৩ মৌসুমের এ পর্যন্ত পথচলা আরও বিবর্ণ হয়ে গেল। প্রিমিয়ার লিগে গত আসরের রানার্সআপ হওয়া দলটি এবার ধুঁকছে শুরু থেকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ খেলে মাত্র দুইটি জয় পেয়েছে ক্লপের দল। লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত নম্বরে। শীর্ষে থাকা দলের চেয়ে এরইমধ্যে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে লিভারপুল। দলের এমন টানা হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ ক্লপ। নাপোলি ম্যাচের পর বিটি স্পোর্টকে তিনি বলেন, পথে ফিরতে আবার যেন নতুন করে শুরু করতে হবে। “মনে হচ্ছে, আমাদের নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে হবে। অনেক কিছুর অভাব দেখা যাচ্ছে। চিন্তার বিষয় হলো, কাজটা আমাদের প্রিমিয়ার লিগের মাঝামাঝি ও চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন সময়ে করতে হবে।” “তিন দিনের মধ্যে আমরা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলব এবং আজকের ম্যাচটি দেখে তারা হাসি থামাতে পারবে না। ভাববে, (আমাদের বিপক্ষে খেলার) এটাই সঠিক সময়। আমি হলেও এটাই ভাবতাম। এখন সবক্ষেত্রে আমাদের আরও ভালো হওয়ার জন্য নতুন একটি সেট-আপ খুঁজে বের করার চেষ্টা করতে হবে।” সময়টা কঠিন গেলেও দলকে পথে ফেরানোর ব্যাপারে আশাবাদী ক্লপ। সব দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। “এখানে আমরা একটি দল হিসাবে খেলিনি। (সাম্প্রতিক সময়ে) আমরা যে যথেষ্ট ভালো খেলছি না, সেটাই পরিষ্কার। এটা স্পষ্ট এবং সবাই তা দেখতে পাচ্ছে। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগে খেলি এবং চ্যাম্পিয়ন্স লিগে আমরা শক্তিশালী গ্রুপে আছি। লড়াই করাই আমাদের কাজ।” “এটা আমার দায়িত্ব। চিন্তা করার জন্য আমার সময় দরকার, সমাধান খুঁজে বের করা আমার কাজ এবং আমাদের আবার নতুন করে শুরু করে এগিয়ে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *