১০২১ দিন পর কোহলির সেঞ্চুরি

জুজু কাটলো তবে! আন্তর্জাতিক ক্রিকেটে ১০২১ দিন পর সেঞ্চুরি এলো বিরাট কোহলির ব্যাটে। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে ভারতে শেষ ম্যাচে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম শতক। যা দিয়ে ঘুচলো কোহলির তিন বছরের আক্ষেপ। পেলেন ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ৭০তম সেঞ্চুরি করেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দুই নম্বরে উঠে এসেছেন কোহলি। তিনি স্পর্শ করেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। ১০০ সেঞ্চুরি নিয়ে সবার উপরে শচীন টেন্ডুলকার। টি-টোয়েন্টিতে আগের ১০৩ ম্যাচে কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৯৪ রান।

পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শেষ হয়ে গেছে ভারতের। আফগানিস্তানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে। কোহলিকে তাই পাঠানো হলো লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে। টি-টোয়েন্টিতে এর আগেও ওপেন করেছেন কোহলি। রেকর্ডও মন্দ নয়। এবার এই পজিশনেই খেলে ফেললেন ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংসটি। ৬১ বলে ১২২ রানের ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কার মার। ভারতীয়দের পক্ষেই এটি সর্বোচ্চ। ২০১৭তে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৮ রান করেন রোহিত শর্মা। কোহলির ১২২*, লোকেশ রাহুলের ৬২ আর ঋষভ পন্তের অপরাজিত ২০ রানের ইনিংসে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান সংগ্রহ করে ভারত। চলতি আসরে যা দলীয় সর্বোচ্চ।  জবাবে ৮ উইকেটে ১১১ রান তোলে আফগানিস্তান। ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *