কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য, বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে সেলিম আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মীর নাহিদ আহসান।
জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী সেলিম আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, আমি গত নির্বাচনে বিজয়ী হয়ে ৫ বছর উপজেলার ৫টি ইউনিয়নের উন্নয়নে ভুমিকা রাখতে সচেষ্ট ছিলাম। এবার পুরো উপজেলার উন্নয়নে ভুমিকা রাখার সুযোগ যেহেতু এসেছে সেহেতু আসন্ন নির্বাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী হতে উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগন, পৌরসভার সম্মানীত মেয়র ও কাউন্সিলারগন এবং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দগনের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে তিনি কুলাউড়া উপজেলা থেকে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য এ মনোনয়নপত্র জমা দেন।
এ সংক্রান্ত আগের রিপোর্ট-
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিম আহমদ