বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি-ইরি-সীডকুয়াল প্রকল্পের কৃষাণীদের দিনব্যাপি প্রশিক্ষণ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) এর তত্ত্বাবধানে এবং এফআইভিডিবি’র বাস্তবায়নে ইরি-সীডকুয়াল প্রকল্পের ক্লাস্টার ডেমো প্লট বাস্তবায়নকারী কৃষাণীদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) এর তত্ত্বাবধানে এবং এফআইভিডিবি’র বাস্তবায়নে ইরি-সীডকুয়াল প্রকল্পের ক্লাস্টার ডেমো প্লট বাস্তবায়নকারী কৃষাণীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় মানসম্মত বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সৈয়দ রাকিব। বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর অর্থায়নে ৩০ জন কৃষণী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *