গোলাপগন্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ স্কাউটস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২২ অক্টোবর শনিবার বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউটস শতাব্দি ভবন নির্মাণ প্রকল্পের আওতায় স্কাউটস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নের উদ্বোধন করেন। সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. রমা বিজয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি নাহিদ বলেন, স্কাউটস আমাদের জাতীয় সম্বল। তরুণ সমাজকে গড়ে তুলতে স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ ও নীতিবান মানুষ গড়ে তুলতে স্কাউটসের কোন বিকল্প নেই। তিনি বলেন,স্কাউটসের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে স্কাউটসের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে সোনার বাংলা গড়ার পেছনে স্কাউটসের অবদান অনস্বীকার্য। তিনি স্কাউটস আন্দোলনে স্থানীয় জন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার আহবান জানান। আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) প্রমথ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ জাতীয় প্রধান কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান, বাংলাদেশ জাতীয় কমিশনার (প্রকল্প) ড. মোঃ মোহসীন, সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন জায়গীরদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অভিজিৎ চৌধুরী, হবিগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব নির্মল চন্দ্র সরকার, তানিয়া আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজের অধ্যক্ষ তালুকদার, প্রাক্তণ অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান, স্কাউটার মোঃ শাহজান কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *