সাইক্লিং রেস বিশ্বের বহু দেশেই জনপ্রিয়। সিলেটে সাইক্লিং রেসকে জনপ্রিয় করে তুলতে আজ সিলেট সাইক্লিং ক্লাব ফ্রেস রেসার হান্ট সিজন-১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিলেটে। প্রথমবারের মতো সিলেট সাইক্লিং ক্লাবের আয়োজনে আজ শুক্রবার লাক্কাতুরা স্টেডিয়াম রোড থেকে এয়ারপোর্ট রোডে এই রেসটি অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিভাগে সারাদেশের অর্ধশতাধিক রেসার প্রতিযোগিতায় অংশ নেন। নারী ও পুরুষ বিভাগে প্রায় ১৫ কিলোমিটারের এই রেসে রোড বাইক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হোন মোহাম্মদ শাহরিয়ার রাহমান, প্রথম রানার আপ হোন আরিফুল ইসলাম আরিফ ও দ্বিতীয় রানার আপ হোন রাব্বি। এমটিভি বাইক পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হোন শাহ জালাল, প্রথম রানার আপ হোন উৎস ধার, দ্বিতীয় রানার আপ হোন দীপ চক্রবর্তী। এমটিভি মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হোন তাবাসসুম ফেরদৌস, প্রথম রানার আপ হোন রায়হান ফেরদৌস ও দ্বিতীয় রানার আপ হোন ডাক্তার শাহ ফাহমিদা সিদ্দিকা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ইমন আহমেদ, সুপ্রিয় দেব পুরকায়স্থ, জালাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ আদনানুল ইসলাম আদনান, মোহাম্মদ নুরুল ইসলাম, মনজুর আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেভ সিলেট এর সিটি গভার্নার আমিনুল হক রানা, তানভীর আহমেদ, হাসান সায়ীম ও রাকিব হাসান। এই রেসিং প্রতিযোগিতা সম্পর্কে আয়োজক সিলেট সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল হক বলেন, সিলেট সাইক্লিং ক্লাব হচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট এর ২৬৩টি প্রজেক্টের একটি প্রজেক্ট। যেহেতু আমাদের এক লক্ষ আট হাজারের মতো সদস্য রয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই সাইক্লিংয়ে আগ্রহী। তাই আমরা সিলেটের সাইক্লিংকে আরো এগিয়ে নিতে সিলেট সাইক্লিং ক্লাব শুরু করি। প্রতি সপ্তাহেই আমরা সিলেট সাইক্লিং ক্লাব বিভিন্ন সাইক্লিং ইভেন্ট এর আয়োজন করে থাকি এবং এখন থেকে নিয়মিত রেসিং ইভেন্ট আয়োজন করবো। যাতে আমাদের সিলেটের সাইক্লিস্টরা বিশ্বের বিভিন্ন রেসিং ইভেন্ট এ অংশ নিয়ে দেশের জন্য সম্মান নিয়ে আসতে পারেন। আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।