মোবাইল অ্যাপস এর মাধ্যমে সহজ উপায়ে টাকা পাঠাতে পারবেন আমিরাতের বাংলাদেশী প্রবাসীরা

হাবিবুর রহমান ফজলু, আরব আমিরাত থেকে: আগামী একমাসের মধ্যে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশী প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে পারবেন।এমন উদ্যােগ গ্রহন করতে যাচ্ছে দেশটিতে থাকা লাল-সবুজের পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংক। জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধনকালে এই ঘোষনা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বর্তমান বিশ্ব মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের ও দেশের স্বার্থে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। আন্তজার্তিক ব্যাংকিং সেবার সাথে তাল মিলিয়ে আধুনিক সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএম বুথ চালু, দ্রুত রেমিটেন্স প্রেরণে প্রযুক্তির উন্নয়ন সহ বিভিন্ন দাবি করে আসছিলেন আমিরাতের জনতা ব্যাংকের গ্রাহকরা। দাবির প্রেক্ষিতে গত বছরের শুরুতে আমিরাতের চারটি ব্রাঞ্চকে আধুনিকায়নের উদ্যােগ গ্রহন করেন জনতা ব্যাংক।ইতিমধ্যে আধুনিকায়নের মাধ্যমে আমিরাতের শারজাহ ব্রাঞ্চ তাদের গ্রাহক সেবা শুরু করলেও বাকি তিনটি ব্রাঞ্চের কার্যক্রম ছিল।দ্বিতীয় পর্যায়ে দুবাইয়ের ব্রাঞ্চটি আধুনিকায়নের পর মঙ্গলবার রাতে উদ্বোধনকালে প্রবাসী বাংলাদেশীদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও নির্বাহী প্রধান মোঃ আব্দুস সালাম অনুষ্ঠানে জনতা ব্যাংক ইউএই’র চিফ এক্সিকিউটিভ ইনচার্জ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, জনতা ব্যাংক দুবাই শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল মালেক,ব্যাংকের কর্মকর্তাসহ কয়েকজন প্রবাসী সিআইপি ও কমিউনিটি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *