মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত

মো: সাহাবুদ্দীন : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ইং পালিত। আজ শনিবার বিকেলে মৌলভীবাজার জনমিলন কেন্দ্র থেকে কোট পদনিক্ষন করে জনমলিন কেন্দ্র এসে আলোচনা সভা শেষে সমাপ্ত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ও সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসন ও পুলিশ,কমিউনিটি পুলিশ এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মুর্শেদ, এডভোকেট শান্তি পদ ঘোষ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহযোগীতা করতে সকলের সহযোগীতার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *