ডিসট্রিক্ট গ্র্যান্ড ২০২০-২১ ও রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজ এর উদ্দোগে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের জামেয়া হোসাইনিয়া হামিদিয়া মুহিবুস্সুন্নাহ দাতারি মাদ্রাসা ও এতিমখানায় সানিটেশন/ বাথরুম ও ওজুখানা নির্মান করে দওয়া হয়েছে। ২২ অক্টোবর শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মো আবুল কালাম। সিপি এম এ ওয়াদুদ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠা প্রিন্সিপাল ওবায়দুল্লাহ জহির। বক্তব্য রাখেন এসিসট্যান্টে গভর্নর পিপি ডাঃ মো কামরুল ইসলাম,ক্লাব সেক্রেটারি ফখরুল ইসলাম ও আবু সুফিয়ান, সংগঠক দিলওয়ার হোসেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেন অতিথিবৃন্দ। ডিসট্রিক্ট গ্র্যান্ড থেকে সানিটেশন প্রজেক্ট এর জন্য অর্থ দিয়ে সহযোগিতা করায় ডিজি (২০২০-২১) ডাঃ বেলাল উদ্দিন আহমেদ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।