এপেক্স ক্লাব মৌলভীবাজার সিটির বর্ষপুতি উদযাপন

বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা -৪ এর অন্যতম এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটি(ইউসি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ শনিবার(১৯ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের এক অভিজাত রেষ্টুরেন্ট মামার বাড়ী বর্ষপূর্তি উপলক্ষে এক কেক কাটা ও উপকারভোগী প্রতিবন্ধী মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির প্রতিষ্ঠাতা সভাপতি এপেঃ সুবীর কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা-৪ এর গভর্ণর এপেঃ মোঃ বাবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা-৪ এর বেষ্ট এপেক্সিয়ান-(২০২০-২১) এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট এপেঃ মোঃ আব্দুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেঃ নিরাময় রায়।উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ লিটন কুমার পাল,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শাহ আলম,ট্রেজারার এপেঃ খোকন পাল, এক্সপেন্সন ডাইরেক্টর এপেঃ রুপক রায়,সার্ভিস ডাইরেক্টর এপেঃ করুনাময় ব্যানার্জি,মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেঃ সুজিত কুমার দে,ফেলোশিপ এন্ড পাবলিক ডিবেটিং ডাইরেক্টর এপেঃ দেওয়ান জগলুল হাসান আল আমিন,সার্জেন্ট এট আর্মস এপেঃ মোঃ হোসেন আহমদ প্রমূখ।সভায় প্রধান অতিথি কেক কেটে বর্ষপুুর্তি উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *