আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে ৩৫৮৪ জন কয়েদির মুক্তি

জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম দুবাই কারাগার থেকে ১ হাজার ৪০ জন ও শারজার শাসক শেখ সুলতান আল কাসেমির আদেশক্রমে ৩৩৩ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। একইভাবে আজমান, ফুজিরা ও রাস আল খাইমার শাসক যথাক্রমে ১১১, ১৫৩ ও ৪১৭ জন কয়েদিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

প্রতিবছর আমিরাতের জাতীয় দিবসে এভাবে বিভিন্ন মামলার আসামীদের মুক্তি দেওয়া। তবে কোন কোন দেশের নাগরিক মুক্তি পান তা উল্লেখ করা হয় না৷

মুক্তি পাওয়া কয়েদিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবে। সুনাগরিক হিসেবে পরিবার পরিজন ও সম্প্রদায়ের কাছে ফিরে যাবে। এ জন্যই তাদের মুক্তি দেওয়া হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে পহেলা ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *