জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে  মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি প্রকল্পের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর)  সকাল ১০টায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর মোট ৪১৩ জন অংশগ্রহন করে।
পরিক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রন্জিতা শর্মা,  পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুহেল উদ্দিন,  গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম, সাধারন সম্পাদক সাইফ উদ্দিন, জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইউপি সদস্য শরফ উদ্দিন, মাসুক উদ্দিন প্রমুখ। প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম ও সাধারন সম্পাদক সাইফ উদ্দিন এ বছরের পরীক্ষা সুষ্ঠ ও  সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *