জনতা ব্যাংক লিমিটেড ভাদেশ্বর শাখার উদ্দোগে এলাকার কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋন বিতরন করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার দুপুরে প্রধান কার্যালয়ের গৃহীত কর্মসূচির আওতায় জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর তত্ত্বাবধানে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে এসব ঋন বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আলিফ আল নাইম ভুঁইয়া, ভাদেশ্বর শাখার ব্যবস্হাপক মোঃ সালাহ উদ্দিন এবং শাখার সম্মানিত গ্রাহকসহ শাখার কর্মকর্তাবৃন্দ। এ সময় অবলোপনকৃত ঋণ এবং শ্রেণীকৃত ঋণ থেকেও আদায় করা হয় । উল্লেখ্য গত ২০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার জাওয়া বাজার শাখার মাধ্যমে জাওয়া বাজারে অনুরূপ কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার ১৩ জন কৃষকদের ১৪ লাখ ১০ হাজার টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরন করা হয়।