কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জের প্রতিপক্ষের ছুরির আঘাতে গুরুতর আহত যুবক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ যুবকের মৃত্যু হয়। জানা যায়, আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হামিদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬) ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে শাহিনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে বিল্লালের সাথে একই গ্রামের বসই মিয়ার ছেলে শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত শাহীন ছুরি দিয়ে বিল্লালের বুকে ও পিটে ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে বিল্লালের বড় ভাই মন্নান মিয়া (৪১) এগিয়ে গেলে তার উপরও হামলা চালায়। এ ঘটনায় এলাকাবাসী ছুরিসহ শাহীনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে গুরুতর আহত হওয়া বিল্লাল ও তার বড় ভাই মন্নানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৬ টায় আহত বিল্লাল মারা যায়। ইউপি সদস্য মোস্তফা মিয়া জানান, কয়েকদিন থেকে তাদের মধ্যে লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। বিষয়টি তিনি সমাধান করার কথা বলে রাখলেও তারা না মেনে ঝগড়ায় জড়িত হয়ে এমন ঘটনা ঘটেছে। ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *