কমলগঞ্জে মদ-গাঁজাসহ আটক  – ৫

 হারিস মোহাম্মদ:  কমলগঞ্জ থানার পৃথক পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এছাড়া বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি)   রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ, এসআই পবিত্র শেখর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ থানাধীন মাধবপুর ইউনিয়নের পদ্ম ছাড়া চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে  সুদর্শন দেশওয়ালা  বইরু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ২০০ গ্রাম  গাঁজা জব্দ করা হয়।
অন্য এক অভিযানে শমশেরনগর ফাঁড়ির এসআই আব্দুর রহমানের নতৃত্বে পুলিশ শমশেরনগর চা বাগানে অভিযান পরিচালনা করে জিতুন রিকিয়াসনের বসত বাড়ি থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ জিতুনকে আটক করে।
এছাড়া কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে এসআই অনিক রঞ্জন দাস, এসআই  বিজয় প্রসাদ দেবনাথ, এসআই হারুনুর রশীদসহ পুলিশের একটি দল কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ২৪০/১৬ এর ওয়ারেন্টভূক্ত আসামি রামকুমার দেশওয়ালা, জিআর ৩৪/২২ এর ওয়ারেন্টভূক্ত আসামি  নরেশ রিকিয়াসন এবং জিআর ৯৬/২০ এর আসামি  জগন্নাথ অলমিককে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার  সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *