হারিস মোহাম্মদ: কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারস্থ “সততা ষ্টোর”নামক দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন(৩৬)কে আটক করেন। ইকবাল হিঙ্গাজিয়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে থানায় মামলা (নং-২১, তারিখ: ২৫/০২/২০২৩ খ্রিঃ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।