শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, নারীসহ আটক – ৩ 

হারিস মোহাম্মদ:  শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মিনতি যাদব(৪০) এবং সহজ কেরোয়াল(৫৭) নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবরা (১ মার্চ) শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে জাগছড়া চা বাগান থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মিনতি যাদব নামে এক নারীকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগানে আটককৃত মিনতি যাদবের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে আটককৃত নারীর দেহ এবং বসত ঘর তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার পৃথক এক অভিযানে ভুরভুরিয়া চা বাগান থেকে সহজ কেরোয়াল নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানের সুন্দরবন পাড়ায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে। পরে আটককৃত আসামির দেখানো মতে তার বসতঘর তল্লাশি করে বসতঘরের খাটের নিচে একটি কালো পলিথিনের ভেতর আলাদা আলাদা কাগজে মোট ২৩ পুড়িয়া (১৫০ গ্রাম) গাঁজা জব্দ করা হয়।
এছাড়াও শ্রীমঙ্গল থানার অন্য এক অভিযানে জাগছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে ১১০ লিটার দেশীয় চোলাই মদসহ  চামার তাতী নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *