শ্রীমঙ্গলে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক 

হারিস মোহাম্মদ: বৃহস্পতিবার  (২ মার্চ) শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আবু জাফর মোহাম্মদ তাহমিদ চৌধুরী কামিল (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে  শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের আল্লাহর দান বস্ত্র বিতানের সামনে থেকে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাস, এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  আবু জাফরকে আটক করেন।
আটকৃত ব্যক্তির দেহ তল্লাশি করলে তার পরনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 থানার অফিসার ইনচার্জ মো্ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আটককৃত ব্যক্তি শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকার মৃত ফাত্তার আহমেদ চৌধুরীর ছেলে। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *