হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে আঃ শহীদ (৬০) এবং মুমিনুর রহমান নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ মার্চ) ভোরে কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন বাগমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আঃ শহীদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহীদ কমলগঞ্জ থানাধীন ০৫ নং কমলগঞ্জ ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, আসামি আঃ শহীদের বিরুদ্ধে বন আদালতের ২০১২ সালের একটি মামলায় ১৯২৭ সালের বন আইনের ২৬(১.ক ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (১১ মার্চ) শ্রীমঙ্গল থানার এএসআই ইলিয়াস আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মুমিনুর রহমান রুমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মুমিনুর রহমান রুমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।