কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় ১৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইজাজ নিসার মুন (৩০) নামে এক যুবক ও তার সহযোগী মোঃ মোখলেস আলী (১৮) নামের আরেক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক ইজাজ নিসার মুন হলেন পাশ^বর্তী কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের বাসিন্দা মোঃ মোত্তাকিনের ছেলে। তিনি শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। আর মোখলেস আলী কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা তরমুজ আলীর ছেলে। এদিকে পলাতক রয়েছেন আটককৃতদের সহযোগি শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত পীর মাহমুদ আলীর ছেলে ওয়াজ কুরুনী (৩২)।
জানা গেছে, ১৩ মার্চ সোমবার দুপুর ২টায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকায় একটি বসতবাড়ি থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ ইজাজ নিসার মুন ও মোখলেছ আলীকে আটক করে লালারচক ক্যাম্পের বিজিবির সদস্যরা। এ ঘটনায় লালারচক বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক বাদী হয়ে ইজাজ নিসার মুনকে প্রধান আসামী ও মোখলেস আলী ও ওয়াজ কুরুনীকে বিবাদী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে লালারচক বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, লালারচক গ্রামে ওয়াজ কুরুনী নামে এক ব্যক্তির বসতঘরে একত্রে ফেনসিডিল খাচ্ছিলেন মুন ও মোখলেস। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের দু’জনকে আটক করি। এসময় ওয়াজ কুরুনী পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।