হারিস মোহাম্মদ: রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ফুঁ দিয়ে টাকা ছিনতাই চক্রের সদস্য সালাউদ্দিন (৪৩), আব্দুল মুসলিম (৪২) এবং মোঃ আনোয়ার মিয়া নামে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) মধ্যরাতে শ্রীমঙ্গল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত ২১ মার্চ জনৈকা রায়না বেগম(৪২) থানায় হাজির হয়ে লিখিত ভাবে অভিযোগ করেন, ১৯ মার্চ দুপুরে তারাপাশা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি থেকে নেমে রায়না বেগমকে
মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।
এই অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পরে রাজনগর থানার এসআই(নিরস্ত্র) মোঃ শওকত মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সিসি ক্যামেরায় প্রতারক চক্রের ব্যবহৃত সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে মোরগ মার্কার একটি ছেড়া পোস্টারের সূত্র ধরে প্রতারকচক্রকে সনাক্ত করতে সক্ষম হন। ২২ মার্চ মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ড এর খাঁসগাঁও এলাকায় জনৈক গিয়াস মিয়ার কলোনীর সামনে থেকে সিসি ক্যামেরায় শনাক্তকৃত সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য সালাউদ্দিন(৪৩) এবং সিএনজি চালক আব্দুল মুসলিমকে(৪২) গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যানুযায়ী সহযোগী মোঃ আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়াকে(৩৪) শ্রীমঙ্গল থানার জালালিয়া এলাকা থেকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী সালাউদ্দিন এর হেফাজত থেকে প্রতারনার নগদ ৫১,০০০/- টাকার মধ্যে ১৬,৫০০/- টাকা উদ্ধার করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।