কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা, ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী চৌধুরী (৮০) আর নেই। ১৩ এপ্রিল রাত ৯ ঘটিকায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৪ এপ্রিল বিকাল সাড়ে ৩ ঘটিকায় গণিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে শায়িত করা হয়। জানাজার নামাজের পূর্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী চৌধুরীর স্মৃতির প্রতি। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্ষ্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
কুলাউড়া থানা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে উপস্থিত ছিলেন। জানাজার নামাজে আরও উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।