জুড়ীতে আলোচিত জলিল হত্যা মামলার আসামী শিপলুকে  গ্রেফতার 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ী উপজেলার চাটেরা গ্রামে মসজিদ সংক্রান্ত বিরোধের জের ধরে আলোচিত আব্দুল জলিল (৬০) হত্যা মামলার আরোও একজন আসামীকে ছদ্মবেশে  গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায়  বুধবার (২৬ জুন ) বিকেলে এসআই অঞ্জন কুমার দাসের নেতৃত্বে  পুলিশের একটি টিম কুলাউড়া  উপজেলার ব্রাহ্মণবাজারস্থ চান মিয়ার বাসার আশপাশে অবস্থান নেন। এ সময় এসআই অঞ্জন কুমার দাস ছদ্মবেশে আসামির অবস্থান সনাক্ত করে আসামি   শিপলু মিয়াক ( ১৯)কে চান মিয়ার  বাসা থেকে গ্রেফতার করেন। উল্লেখ্য এসআই অঞ্জন কুমার দাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার হাওর এলাকা থেকে চার ঘন্টার দুঃসাহসিক  অভিযান চালিয়ে জলিল হত্যা মামলার আরো চার আসামিকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, গত (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে মসজিদের টাকা নিয়ে বিরুদ্ধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল নিহত হন। ঘটনার পরদিন জুড়ী থানায় মৃত মজর আলীর পুত্র ইয়াছিন মিয়াকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৪, তাং-১৫/০৪/২০২৩ইং) দায়ের করা হলে পুলিশ প্রধান আসামী ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আসামি শিপলুসহ জলিল হত্যা মামলার মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, তথ্য  প্রযুক্তির সহায়তা দ্রুত সময়ের মধ্যে জলিল হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *