হারিস মোহাম্মদঃ মৌলভীবাজারের জুড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই) জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মানিক সিংহ সেতুর দক্ষিণ পাশ থেকে আমদানি নিষিদ্ধ ১২’শ শেখ নাসির উদ্দিন বিড়িসহ ইরশাদুল আলম শাকের (৩০) কে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ইরশাদ প্রহল্লাদপুর গ্রামের আমিন আলীর ছেলে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।