ডিবির অভিযানে ইয়াবাসহ একজন আটক

হারিস মোহাম্মদঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত অনুমান  সাড়ে ৯ টার সময় এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল  ৬ নং আশিদ্রোন ইউনিয়নের  জানাউড়া(করইতলা) এলাকার জানাউড়া – সিন্দুরখান রোডের জনৈক জলিল মিয়ার  লেবু বাগানের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত রুবেল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনের প্যাকেট থেকে ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া (করইতলা) গ্রামের আসলম মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, “মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত রুবেল মিয়া ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *