কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

স্টাফ রিপোর্টার: কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের দক্ষিণের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু ও যুবকসহ দুইজন আহত হয়েছে।

সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল সোয়া ১১ টায় দিকে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টেশন মাস্টার মোঃ কবির আহমদ  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি আউটার সিগনালের কাছে আসলে সেখানে বসে থাকা একজন যুবক,  মহিলা ও এক শিশু দেখতে পেয়ে চালক হুইশেল দিয়ে ব্রেক কষে থামাতে চেষ্টা করে।

এ সময় লাফ দিয়ে যুবক লাইন থেকে একটি খাদে পড়ে। কিন্তু নারী  ও শিশুটি  সরতে না পারায় ট্রেনের অগ্রভাগে ধাক্কা লাগে ঘটনাস্থলেই নারীর মৃত্যু  হয়।  নারীর  কোলে থাকা ৬ বছরের শিশু আবিদুর রশীদ ছিটকে পরে মারাত্মক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *