সন্তানের মুখ  দেখা হলনা  মায়ের

হারিস মোহাম্মদঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফর নগর (মানিকসিংহের সরদার বাড়ীর) মরহুম হাজী জোনাব আলীর ৩য় ছেলে কাতার প্রবাসী নজরুল ইসলাম (আবুল) এর সহধর্মিনী সারমিন আক্তার (২৮) সন্তান প্রসবকালে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার  সন্ধ্যায় ৭ টায়  মৃত্যু বরন করেছেন। সদ্য দুনিয়াতে আসা মা হারা  ছোট্র শিশুটি বেচে আছে। সারমিন আক্তারের আদিল ও খাদিজা নামে আরও দুই শিশু সন্তান রয়েছে। মায়ের লাশের পাশে বসে তারা ফেল ফেল করে তাকাচ্ছিল।  সারমিনের মৃত্যুর খবরে প্রতিবেশীরা বাড়ীতে ভিড় জমান।  আত্মীয়-স্বজনের কান্না দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।  সারমিনের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের জন্ম দানের পর সেই সন্তানের মুখ দেখার আগেই মা চলে গেলেন পরপারে। কে দেখবে সারমিনের শিশু সন্তানদের এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *