কার হাতে কোপার কোন পুরস্কার?

অবশেষে পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিলো আলবিসেলেস্তেরা। পুরো আসরে দাপট দেখিয়েছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন লাওতারো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর তাই গোল্ডেন বুটের পুরস্কার নিজের করে নিয়েছেন লাওতারো। আরও একটি ব্যক্তিগত পুরস্কার উঠেছে আর্জেন্টাইনদের হাতে।
পুরো আসরে অসাধারণ পারফর্ম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার গোল পোস্টের ভরসার প্রতীক পুরো টুর্নামেন্টে রেখেছেন ৫টি ক্লিন শিট। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমিতে তুলেন এমিলিয়ানো। তাই আসর সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পেয়েছেন তিনি। শিরোপা জিততে না পারলেও অসাধারণ খেলেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ৬ অ্যাসিস্টের সঙ্গে ১টি গোল করেছেন তিনি। তাই কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন রদ্রিগেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *