শ্রীলঙ্কায় সাকলাইনের সোনা জয়

বাংলাদেশের উদীয়মান দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। জাতীয় জুনিয়র ও একটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশ্ব দাবা সংস্থায় অনুশীলনের আমন্ত্রণও পেয়েছিলেন। জটিলতায় শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। এবার সেই সাকলাইন সোনা জিতেছেন। শ্রীলঙ্কার কলম্বোতে চলছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ।
অনূর্ধ্ব-১৪ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাকলাইন। টুর্নামেন্টে এককভাবেই সবার ওপরে ছিলেন। গতকাল সোমবার শেষ রাউন্ডে কাজাখস্তানের দাবাড়ুর সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করেন সাকলাইন। বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা মলি কলম্বো থেকে বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকলাইনের গ্রুপের অন্যান্যের খেলা চলছে। তবে অন্য কারও সাত পয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। তাই সাকলাইনের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত।’ এর আগে মনন রেজা নীড় ও ওয়ার্শিয়া খুশবু রুপা পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *