‘তিন তালাক বিপজ্জনক, মুসলিম নারীদের জীবন দুর্বিষহ করে তোলে’

তিন তালাক প্রথা মুসলিম নারীদের জীবন দুর্বিষহ করে তোলে। সুপ্রিম কোর্টে জমা করা একটি হলফনামায় এমনটাই উল্লেখ করল ভারত সরকার। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ‘তিন তালাক’ প্রথা ভারতে বেআইনি। ২০১৯ সালে একটি আইনে কেন্দ্র তিন তালাককে নিষিদ্ধ করে। তবে এটিকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনায় আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ওই মামলায় কেন্দ্রের তরফে হলফনামা তলব করেছিল শীর্ষ আদালত। আজ দেশের শীর্ষ আদালতে জমা করা কেন্দ্রের ওই হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিন তালাকের শিকার হওয়া মুসলিম নারীরা পুলিশের দ্বারস্থ হতে পারেন। কিন্তু, আইনে শাস্তিমূলক ধারা না থাকায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুলিশকর্মীরা কোনও পদক্ষেপ নিতে পারেন না। এই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে উদ্যোগী কেন্দ্র। প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল তিন তালাক প্রথা অসাংবিধানিক।
এর পর ২০১৯ সালে সংসদে পাশ হয় মুসলিম নারীদের (বিবাহের নিরাপত্তা অধিকার) আইন। ওই আইন অনুযায়ী, তিন তালাক প্রথা ভারতে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়। দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এর পাল্টা শীর্ষ আদালতে মামলা দায়ের করে কেরালার জমাইতুল উলেমা নামে এক সংগঠন। উল্লেখ করা হয়, ২০১৯ সালে সংসদে পাশ হওয়া এই আইন অসাংবিধানিক। এটিকে বাতিল করা হোক। এই আইন মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে বলেও জানায় এই সংগঠন। ধর্মের ভিত্তিতে তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা যায় না বলে মত তাদের। তবে সুপ্রিম কোর্ট থেকে ‘তিন তালাক’ প্রথাকে অসাংবিধানিক জানিয়ে দেওয়া এবং কেন্দ্র থেকে আইন প্রণয়ন করার পরেও, এই প্রথা এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। মাসখানেক আগেই স্ত্রীকে ‘তিন তালাক’ দেওয়ার অভিযোগে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে।

সূত্র:ইকোনোমিক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *