১৭ বছর পর সচল খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব

দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হয়েছে।

খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করতে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়।

এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল করার সিদ্ধান্ত নেন এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে আবেদনের ফলে নিয়মিত খরচ বাবদ রূপালী ব্যাংকের ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারতেন। শুরুতে এর পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরে আস্তে আস্তে টাকার পরিমাণ বাড়তে থাকে।

২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তার ব্যাংক হিসাব সচল হয়।

—–ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *