সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে পাথরের বোঝা চাপিয়ে রাখা হয়েছিলো-রাজনগরে ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালা আসমানের দরজা যেমন খুলে দিয়েছিলেন বৃষ্টির জন্য, ঠিক ভারত আমাদেরকে একইসঙ্গে সব পানি ছেড়ে দিয়েছিলো ভাসিয়ে দেয়ার জন্যে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ৫৩ বছর থেকে শুনে আসছি তারা আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। কিন্তু এবার তারা পানিটা ছাড়লো, আমাদের একটু বললো না যে আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এটা হলো প্রতিবেশীর শিষ্টাচার। এবং এটা জেনেভা কনভেনশনেরও একটি অংশ। প্রতিবেশীদের নিয়ে আমাদের চলতে হবে। প্রতিবেশী বদলানো যায় না। ভারতকে এবারকার মতো বলে দেব, তারা ভবিষ্যতে আর যেনো এরকম না করেন। জেলার রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শনিবার দুপুরে ত্রাণ বিতরণ পূর্বে বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমীর আরও বলেন, দেশে অল্প কয়েকদিনের মধ্যে একটি বিশাল পরিবর্তন এসেছে। সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে পাথরের বোঝা চাপিয়ে রাখা হয়েছিলো। প্রথম ২ বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন উদ্দিন-ফখরুদ্দিনের শাসন। আর পরবর্তীতে সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসন। তাদের শাসন আমলে প্রথম আঘাত আসে দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর। সেই বিডিআরের সদর দপ্তরে পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড। এরপরে আঘাতটা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর। সেনাবাহিনীর অফিসারদের মতো একই কায়দায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে। হত্যা করে আদর্শকে নির্মূল করা যায় না।

তিনি বলেন, আমাদের নেতাদেরকে গুম খুন করা হয়েছে। কিন্তু এনিয়ে কোনো প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। প্রতিশোধ নেওয়া যাবে না। আইন নিজের হাতে নেওয়া যাবে না। আওয়ামী লীগের মতো মানুষের সাথে অন্যায়ভাবে কোনো ধরনের জুলুমবাজি করা যাবে না। কোনো অপরাধ ও অপকর্ম নিজেকে জড়াবেন না। অবশ্যই চিহ্নিত অপরাধীদের বিচার করা হবে। আন্তজার্তিক ট্রাইবুনাল কায়েম করা হয়েছিলো আমাদের নির্মূল করতে। এখন ওই ট্রাইবুনালেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এক জালিমের জুলুমবাজির দিন শেষে দেশে আর কোনো জুলমবাজ প্রতিষ্ঠা হবে এমনটি করতে দেওয়া হবে না। সভা শেষে তিনি সাংবাদিকদের এক পশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে আমাদের রাজনীতি নির্বাচনের জন্য নয়। এখন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ও শহীদ পরিবারে পাশে দাঁড়ানো আমাদের কাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে যারা আছেন তাদের অংশীদার হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

২৪ আগস্ট শনিবার জেলার রাজনগর কলেজ পয়েন্টের ত্রাণ বিতরণ ও পথসভায় রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিছাবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা (পশ্চিম) জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরীর আমীর মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, সেক্রেটারী প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ডা: শফিকুর রহমান জেলার রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জের বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *