ছাত্র আন্দোলনে সমর্থন দেননি, এবার চাইলেন ক্ষমা

গত জুলাইজুড়ে ঘটে গেছে ছাত্র-জনতার আন্দোলন। ফলে বিদায় নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। গত ৫ আগস্ট তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। ছাত্রদের আন্দোলনের সময় বিনোদন অঙ্গনের বেশির ভাগ তারকাই নানাভাবে সমর্থন জানিয়েছিলেন।
তবে কিছু ছিলেন ব্যতিক্রম। নানা ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এ কারণে তোপের মুখে পড়েছেন তিনি। এখন যেকোনো বিষয়ে কথা বললেই নেটিজেনদের কথা শুনতে হচ্ছে তাকে।

এবার বিষয়টি নিয়ে সরব হলেন জয়। সম্প্রতি এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকা এবং কোনো সক্রিয় ভূমিকা না রাখায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমাপ্রার্থী হয়ে একজন শিল্পীর জায়গা থেকে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেতা।

জয় বলেন, ‘ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে।
ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত, তার অবস্থান পরিষ্কার করা।’

ওই ভিডিও বার্তায় জয়কে বলতে শোনা যায়, ‘এক সমন্বয়ককে নিজেদের (শিল্পীদের) সম্পর্কে জানতে চাওয়া হয়, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন, যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এ আন্দোলনকে সরকারের হয়ে (আওয়ামী লীগ সরকার) অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
অনেক রকম পোস্ট করেছেন এ আন্দোলনকে থামানোর, দমানোর। চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই। অথচ হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি সরকারের চামচামি করেছে। সব সময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন।’

ওই সমন্বয়কের বরাত দিয়ে জয় আরো বলেনে, ‘আপনারা শিল্পী, যাদের মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পীসমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই।’

মূলত ওই সমন্বয়কের এমন মন্তব্যের কারণেই নিজের ভুল বুঝতে পেরে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা চুপ ছিলেন সেই সব শিল্পীদেরও নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত বলে মনে করছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *