স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষকদের অপমান ও অপদস্ত করার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ শে অগাস্ট) দুপুর ১২ টায় মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার আয়োজনে শিক্ষকদের অপমান ও অপদস্ত করার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজেম শাখার সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠক হিরণ আহমেদ, তারেক আহমেদ, শেখ তানিয়া প্রমুখ । বক্তারা বলেন, শিক্ষকদের অপমান, অপদস্ত করার পক্ষে আমরা নই। যদি কোন শিক্ষকের ওপর অভিযোগ থাকে তাহলে যেন আইনি প্রক্রিয়ায় তার সমাধান করা হয়।
