মাহফুজ শাকিল : কুলাউড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে নগত অর্থ বিতরণ, ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম চলছে। বন্যার পর থেকে উপজেলার বন্যাকবলিত টিলাগাঁও, রাউৎগাঁও, ব্রাহ্মনবাজার, কাদিপুর, ভূকশিমইল ইউনিয়নের দুর্গত মানুষের মাঝে সহায়তা নিয়ে এগিয়ে আসেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলাউড়া উপজেলা শাখার একাংশের উদ্যোগে বন্যা কবলিত টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া, হাজীপুরসহ বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রান ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এদিকে রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর ছিপি মাদ্রাসায় ১০০ ক্ষতিগ্রস্থ কৃষককে সার ও বীজ ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়। এরআগে কাদিপুর ইউনিয়নের লক্ষিপুরে ২ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়নে ২ শতাধিক ও ভূকশিমইল ইউনিয়নের সাদিপুরে ২ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে প্রায় ৪০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে বিএনপির পক্ষ থেকে দুর্গত মানুষদের সহায়তা করা হচ্ছে। এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।