মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার পৃথিমপাশার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে ১৬ সেপ্টেম্বর পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য ও সদ্য সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক তানভীরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রোহেনা আক্তারের পরিচালনায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক তাসনিম জাহান পান্না, সংবাদিক হাসান আল মাহমুদ রাজু, শিক্ষক হারুনুর রশিদ, মিনারা বেগম, তামান্না বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গজল পরিবেশন ও আলোচনা শেষে মিলাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্টান শেষে শিরনী বিতরন করা হয়।