ঘরহারা বন্যার্তদের পাশে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি  ইউএসএ

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়ায় অকাল বন্যায় লণ্ডভণ্ড হওয়া ১৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি।’ ‘মানব প্রেমে খুলো যদি তোমার হৃদয় চোখ তবে, দূর হবে সব অসহায় মানুষের শোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘর হারা ১৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে গুণগত মানের টিন উপহার দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। এদের প্রত্যেকের ঘর বিধ্বস্ত হয়েছে বন্যায়। কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ অনুষ্ঠানে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিঃস্ব সংস্থার পরিচালক ফজলে মওলা চৌধুরী ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, সমাজ সেবক শফিকুল ইসলাম, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, সমাজ সেবক অঞ্জন দত্ত, নেস্ট প্ল্যান আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কন্সুলেটেন্সি এন্ড কনস্ট্রাকশনের ফাউন্ডার ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম প্রমুখ। বাংলাদেশের যে কোন দুর্যোগে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ’র প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। এদিকে অসহায় বন্যার্ত মানুষের মাঝে সফলভাবে সংগঠনের উপহার পৌঁছে দেওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি’র সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সোলেমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *