বাংলাদেশের চাই ৩৫৭, ভারতের ৬ উইকেট

চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় এখনো ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান। আগামীকাল অধিনায়ক নাজমুল হোসেন ৫১ ও সাকিব আল হাসান ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।

তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্রুতগতিতে রান তুলতে থাকে। সেঞ্চুরি করেন রিশভ পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটার ১০৯ রান করে আউট হন। পরে শতকের দেখা পান শুভমান গিল।
১১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

রান তাড়ায় নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম।
চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি তারা। তবে দিনের শেষ সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমানও। ৬৮ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি।

তিনে নেমে নাজমুল এক প্রান্ত ধরে খেলেন। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে সচল ছিল দলের রানের চাকা। কিন্তু সুবিধা করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *