জরিপে ট্রাম্পের চেয়ে ৩ শতাংশ এগিয়ে কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে আছেন। রয়টার্স/ইপসস- এর নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে।
Google news

আসছে ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। সোমবার এই জরিপ শেষ হয়েছে।

এর আগের জরিপে দেখা গিয়েছিল, একই প্রশ্নে ৪৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪২ শতাংশ ভোটার।

নতুন জরিপে দেখা গেছে, ভোটারদের অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে রয়েছে। অপরদিকে ৬০ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ ভোটার অভিবাসন নীতির ব্যাপারে একই কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *