ডেস্ক রিপোর্ট : সেলেব্রিটি মানেই সবজান্তা বিষয়টি মোটেও এমন নয়। কিন্তু টেলিভিশন বা সামাজিকমাধ্যমে তারকাদের পান থেকে চুন খসলেই হইচই কাণ্ড শুরু হয়ে যায়। সাধারণ জ্ঞান না থাকার জন্য অনেক সময়ই ট্রোলের মুখে পড়েন তারকারা। এই তালিকায় একদম উপরেই রয়েছেন আলিয়া ভাট। এবার বলিউডের অপর আলিয়া পড়লেন রোষের মুখে।
একথা অনেকেই জানেন, যে কিয়ারা আদবানির আসল নাম আলিয়া। অভিনয়জগতে নিজের পরিচিত তৈরি করতে নাম বদলেছেন সুন্দরী। ২০১৯ সালের এক পুরনো সাক্ষাৎকারের জন্য ট্রোল হচ্ছেন সিদ্ধার্থ ঘরণী, যেখানে দক্ষিণ ভারতীয় রাজ্য এবং ভাষার নাম বলতে গিয়ে হোঁচট খান অভিনেত্রী। অথচ বলিউডের পাশাপাশি সাউথের ছবিতেও চুটিয়ে কাজ করেছেন কিয়ারা।
এরপর রানা বলেন, তামিলভাষীরা কোন রাজ্যের? চটজলদি তামিলনাড়ু রাজ্যের নাম বলে দেন কিয়ারা। কিন্তু মালয়ালাম ভাষা কোন রাজ্যের জানতে চাইলে কিয়ারা ক্লিনবোল্ড হয়ে যান। সেই নিয়ে হাসাহাসি শুরু করেন রানা ও রাম চরণ। তারা জানিয়ে দেন কেরলা রাজ্যের ভাষা মালায়ালাম। এই রেডিট থ্রেডে এই ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। একজন লেখেন, সুন্দরী মানেই তার আইকিউও ভালো এমনটা নয়। আরেকজন লেখন, এরা ভারতীয়? দেশের রাজ্য এবং তাদের ভাষা জানে না! লজ্জাজনক। অন্য এক নেটিজেন দাবি করেছেন, কিয়ারার আসল নাম আলিয়া, সুতরাং আপনি এর থেকে বেশি কী আশা করেন?