বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ ও হাসিনা সরকারের প্রতি প্রায়শই ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে অভিনেত্রীকে। এবার ছাত্রলীগের নিষিদ্ধের ঘোষণায় নিজের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করলেন চমক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
আর এসব কারণে বিরক্ত হয়ে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
পোস্টে দলটির নেতাকর্মীদের একটি প্রেসক্রিপশনও দিয়েছেন চমক। যেখানে তিনি মানসিক রোগের একটি ওষুধের নামও তুলে ধরেছেন। যা তাদেরকে সকাল ও রাতে খাওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।