ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যেন প্রতিযোগিতায় নেমেছেন পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। কে কাকে ছাড়িয়ে যেত পারে সেই প্রতিযোগিতা করছেন দুই সতীর্থ। মুলতান টেস্টের প্রথম ইনিংসে সাজিদ ৭ উইকেট নিলে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নেন নোমান।
দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে মুলতানে ১৫২ রানের বড় ব্যবধানের জয়ে তিন টেস্টের সিরিজে সমতায় ফেরে পাকিস্তান।
শেষ টেস্টে তাদের সেই দাপুটে পারফরম্যান্স অবিরত আছে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাজিদের ৬ উইকেটের বিপরীতে নোমান নিয়েছেন ৩ উইকেট। উইকেটে পিছিয়ে পড়াটা যেন ব্যাটিংয়ে পুষিয়ে নিতে চেয়েছিলেন নোমান। দলের কঠিন সময়ে ব্যাটিংয়ে নেমে খেলেন ৪৫ রানের ইনিংস।
তবে সতীর্থকে ছেড়ে কথা বলেননি সাজিদ। নিজেও খেলেন অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসটি খেলার পথে আবার রক্তও ঝড়েছে তার শরীর থেকে। রেহান আহমেদের বলে ইনসাইড হয়ে তার চোয়াল থেকে রক্ত ঝড়ে।
দুজনের ব্যাটিং দেখে মনেই হবে না তারা স্পিনার। ব্যাট হাতে উইকেটে জেনুইন ব্যাটারদের কিছুটা সময় দিবেন এটাই তাদের কাজ মূলত। তবে রাওয়ালপিন্ডি টেস্টে যেন এমন দায়িত্ব পালন করতে চাননি তারা। অ্যাঙ্কর হয়ে দুইটি চলিশোর্ধ্ব ইনিংস খেলে পাকিস্তানকে ৭৭ রানের লিড এনে দিয়েছেন। নোমানের ২ চার ও ১ ছক্কার বিপরীতে ২ চার ও ৪ ছক্কায় হাঁকিয়েছেন সাজিদ।