কমলগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি ফজলু ও সাধারণ সম্পাদক ইজ্জাদ

এম এ ওয়াহিদ রুলু :মৌলভীবাজারের কমলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লেখক সমন্বয় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ম ২৪ অক্টোবর কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের মুহুরীর লাইব্রেরীতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদ মো. ইজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।   এছাড়া কমিটির সিনিয়র সহ সভাপতি মো. সামছুল আলম, সহ-সভাপতি মো. মুহিবুর রহমান, সহ-সভাপতি বিজিত রঞ্জন দত্ত, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহি অপু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সুনীল কুমার সিংহ, অর্থ সম্পাদক মো. কদ্দুছ খান, অফিস সম্পাদক মো. নাজমুদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পদক মো. আব্দুস সালামকে মনোনিত করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।  এছাড়াও কমলগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের সকল দলিল লেখকদের কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর:ভূক্ত করা হয়েছে। কমলগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সকল দলিল লেখক সভাপতি মো. ফজলু মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর যাবত আমরা বৈষম্যের শিকার ছিলাম। বৈষম্যতা দুরিকরনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সুন্দর ভাবে আমরা যেন এই কমিটি চালিয়ে যেতে পারি তাই সকলের সহযোগিতা কামন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *