
টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে সেঞ্চুরিয়ান ডি জর্জির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। ৩৩ রানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। অথচ, মার্করামের আগেই আউট হওয়ার কথা ছিল ডি জর্জির।

স্টাবসকে আউট করার পর অধিনায়ক শান্তর সঙ্গে উদযাপন করছেন তাইজুল। দিনের অন্য উইকেটও তারই। ছবি : কালের কণ্ঠ, চট্টগ্রাম থেকে
ডি জর্জি বাংলাদেশি ব্যাটারদের গলার কাঁটা হয়ে থাকলেও সেঞ্চুরির পরেই আউট হয়েছেন স্টাবস। ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। দিনের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তাইজুলের বলে বোল্ড হয়ে। সারাদিনে ৮১ ওভার শেষে বাংলাদেশের সাফল্য তাইজুলের ওই ২ উইকেট। আলোকস্বল্পতার কারণে আগেই দিনের খেলা শেষ না হলে হয়তো হতাশা আরও বাড়ত বাংলাদেশের।