আল আমিন আহমদ :: জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেলের পরিচালনায় জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মইনুল। স্বাগতিক বক্তব্য রাখেন সভাপতি সালেহ আহমেদ স্বাগত বক্তব্য শেষে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বার্ষিক রিপোর্ট পেশ করেন। কোষাধ্যক্ষ সিপার রেজা ও সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম বাৎসরিক আর্থিক রিপোর্ট পেশ করেন। প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কাজ সমাপ্ত হয়।
জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের
প্রতিষ্ঠাতা সভাপতি জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা এসময় ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান অতিথিকে এসোসিয়েশন এর পক্ষথেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, ইউনুছ মিয়া। সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান কয়েছ, সহ-সভাপতি আবদুস সামাদ রাজু, মোহাম্মদ আবুল কালাম, জি এম চৌধুরী রনি, লুৎফুর রহমান,সহ-সাধারণ সম্পাদক এম এ সবুর,মাসুম আহমেদ রনি,সাংগাঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীম, মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক মাহবুবুর রহমান, জনকল্যান সম্পাদক মারুফ আহমেদ,সহ-সাংগাঠনিক সম্পাদক খালেদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক তাছভীর আহমেদ ফাহিম,আসরাফুল হক জালাল, কাউন্সিলর মাসুকুর রহমান, লুৎফুর রহমান মিতুল, মাহী উদ্দিন রাজু,আরো এ উপস্তিত ছিলেন সাবেক সভাপতি মাওলানা আবদুল মুমিন, ফাউন্ডার মেম্বার তাজুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, হাবিবুর রহমান মামুন, সাইদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা এসোসিয়েশন এর ২০ বছর পূর্তি উদযাপন ও জুড়ীতে একটি ডায়বেটিস হাসপাতাল করার জন্য আলোচনা করেন।
প্রধান অতিথি হাজী মাছুম রেজা তার বক্তব্যে সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন তিনি নিজ অর্থায়নে প্রথমে একটি ফ্রী ডায়বেটিস মেডিকেল ক্যাম্প করবেন জুড়ী এবং পরবর্তীতে একটি বাজেট করে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর মাধ্যমে ফ্রী মেডিকেল ক্যাম্প চলমান রাখার ব্যপারে বলেন।