কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর শনিবার ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃত রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। গত ৫ আগস্ট বিক্ষুব্দ জনতা রুমেলের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামী হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুলাউড়া চৌমুহনী চত্বরে মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা (নং ১১ তারিখ ২৩/০৮/২৪) দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ও কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল ফাত্তাহ ফাহিম। ওই মামলার তিন নাম্বার আসামি হলেন রুমেল। এদিকে গত ২৪ জুলাই শহরের মিলি প্লাজার সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কাদিপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র পারভেজ মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা (নং ১২ তারিখ ২৪/০৮/২৪) দায়ের করেন। ওই মামলার ২৪ নম্বর আসামি ছিলেন রুমেল।
জানা গেছে, বিগত দিনগুলোতে নিষিদ্ধ সংগঠন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরো শহরসহ স্কুল চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ায়। এসময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাপ আপছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। বর্তমানে আসামীকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য. এর আগে ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার কাদিপুরের নিজ বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে আটক করে পুলিশ। নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।