বড়লেখায় তৃতীয় বারের মত জামায়াতের আমীর এমাদুল ইসলাম

বড়লেখা প্রতিনিধি : জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এমাদুল ইসলাম এমাদ। তৃতীয় বারের মত তিনি আমীর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলা জামায়াত ইসলামীর অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর মোহাম্মদ ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা আমীর এমাদুল ইসলাম এমাদকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

রুকন সম্মেলন ও আমীর নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ছিলেন জেলা সেক্রেটারি ইয়ামির আলী, এছাড়া মেহমান হিসাবে জেলা কর্ম পরিষ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন সহ উপজেলার ৭০ জন রুকন উপস্থিত ছিলেন। রুকনরে গোপন ভোটের মাধ্যমে এমাদুল ইসলাম এমাদকে পুনরায় উপজেলা আমীর নির্বাচন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের ১০ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। মজলিসে শূরার সদস্যরা হলেন, ফয়ছল আহমদ, আব্দুল্লাহ মাহফুজ সুমন, হাজী হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মোহাইমিন, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা জুবের আহমদ, রবিউল ইসলাম সুহেল, ইউপি সদস্য আলিম উদ্দিন, মাস্টার আব্দুস সামাদ। শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর এমাদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *