কুলাউড়ায় শিক্ষক ইরফানুল আর নেই

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার  লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইরফানুল হক (ইমরান) আর নেই। তিনি রোববার দিবাগত রাত ২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  ১৮ নভেম্বর সোমবার বেলা ২টায় মরহুমের নিজ এলাকা ঘাগটিয়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।  পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে প্রধান শিক্ষক ইরফানুল হক ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার দিবাগত রাত ২টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রধান শিক্ষক ইরফানুল হকের অকাল মৃত্যুতে শিক্ষক সমাজসহ কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ: লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইরফানুল হক (ইমরান) এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *