কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন (৪৮)কে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই মোহাম্মদ আলী অভিযান চালিয়ে কমধা এলাকা থেকে তাকে আটক করেন।
আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার কুলাউড়া থানার মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়,জুলাই আগষ্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালানোর অপরাধে আওয়ামী লীগের ১০৩ জনের নামসহ ১৫৩ জনের বিরূদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু হয়।মামলার এজাহারভূক্ত আসামি হিসাবে পলাতক থাকা অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার জানান, আটককৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#