সিলেট অফিস : দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০ নভেম্বর বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে উপপরিচালক রফিকুল ইসলাম শামীম বলেন, হযরত শাহজালাল রহঃ সহ ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট। সিলেটের মানুষের মধ্যে একটি অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে সিলেটের মানুষ সর্বক্ষেত্রে একটু বেশি আন্তরিক।
সিলেটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলে যুব সংগঠনের নেতৃবৃন্দ আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানে যাই না কেন সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।
আমি চেষ্টা করেছি সিলেটকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে। দেশ যুব সংগঠনের সভাপতি অভিনয়শিল্পী ও যুব সংগঠক মোঃ কামাল এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নারী উদ্যোক্তা সীমা রানী বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার রেবা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, জিডিএফ’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খান, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ দিদার আহমদ নারী উদ্যোক্তা সোনিয়া আহমেদ কেয়া, সাংবাদিক ও উদ্যোক্তা হাবিবা আক্তার, দেশ যুব সংগঠনের সদস্যা, উদ্যোক্তা ও সংগঠক মোছাঃ শারমিন আক্তার রেবা, মহিলা বিষয় সম্পাদিকা, অনন্যা বিশ্বাস, নারী উদ্যোক্তা ,সেবা রানী দাস, রীতা রানি তালুকদার, ফাতেমা জান্নাত তুলি, উদ্যোক্তা শম্পা রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা নাসিমা বেগম, যুব সংগঠনের সদস্য জসিম উদ্দিন প্রমুখ।।